কতবার অভিমানে ফিরিয়ে নেই মুখ
জীর্ণ, ক্লিষ্ট, রিক্ত প্রাণের আর্তি নিয়ে
আবার তোমার কাছেই ফিরে আসি
তোমার পদতলে সঁপে দেই আমার
এই নষ্ট, অভিশপ্ত জীবন; তোমার
বিরুদ্ধাচারণের ধৃস্টতার জন্যে
হই অতিশয় লজ্জিত ও অনুতপ্ত।
আজও তেমনি এক অনুতাপের রাত,
প্রার্থনার রাত; ফের নতজানু হয়ে
দাঁড়িয়েছি করজোড়ে, গুটিসুটি।
আমায় ক্ষমা কর প্রভু, ক্ষমা কর
আমি এক নগণ্য ক্রীতদাস তোমার।