দিন চলে যায়
তিস্তার বুকে টলমলে জল
চিকচিক করে জ্বলে
বয়ে চলে।
জীবনের খেলাঘর সাজাই সকলে
গাই গান, নাচি
সময়কে আঁকড়ে বাঁচি,
তারপর যথারীতি একদিন
চলে যাই নিরুদ্দেশে;
মুছে যাই রৌদ্র রাঙা
সড়কের দৃশ্যপট থেকে,
গানের আসর, নৃত্যের মহড়া থেকে।
পিছনে পড়ে রয় ধূলো, চালচুলো
অঙ্গার ও ছাই।
এই তো এক রত্তি জীবন মানুষের,
অথচ তবু এতে কতো তৃষ্ণা
কতো অপেক্ষা তার!