ঈশ্বরকে একবার স্বচক্ষে দেখার
বড্ড আকাঙ্ক্ষা আমার। ঈশ্বর ঈশ্বর
করে, কতো কিছুই না সুপ্রাচীন থেকে
হয়ে আসছে পৃথ্বীতে। শুধু ঈশ্বরের
নামে, কতো রক্তপাত, কতো যুদ্ধ মৃত্যু
ক্ষয় মানুষে মানুষে। কেউ বলে তিনি
নিরাকার, কেউ বলে তিনি বিরাজিত
সর্বত্র তাঁর সৃষ্টিতে, কারো ভিন্নমত।


ঈশ্বরকে দেখবার অভিপ্রায়ে, আমি
কতো মসজিদ চার্চ মন্দির প্যাগোডা
দিনরাত্রি বেড়িয়েছি ঘুরে, কতো শত
উপাসনালয় আর তীর্থস্থান হয়ে
এসেছি; দেখেছি শুধু অভুক্ত কুকুর
মানুষে সহাবস্থান, ঈশ্বর দেখিনি।