কাজের সন্ধানে রোজ খুব ভোরে উঠে তারা
সার বেঁধে রাস্তার পাশে দাঁড়ায় শূন্য হাতে,
কি শীত কি গ্রীষ্মের দাবদাহে, কোদাল কাস্তে
ডালি নিয়ে বয়ে চলে জীবনের স্রোতধারা।


দুবেলা দুমুঠো ভাত দুটো কাপড়ের জন্য
যুদ্ধরত মানুষ, সর্বহারা তাদের নাম,
জানতে চেয়ো না কোথায় বাড়ি কোথায় গ্রাম
এদেশে তারা মানুষ নয় পশুদলে গণ্য।