কখনও কখনও বুকের ভিতর দারুণ
           রক্ত ক্ষরণ হয়,
অনুতাপের আগুনে পুড়ে পুড়ে
অঙ্গার হয়ে ওঠে হৃদয়;
মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি বলে
নিজেকেই নিজের কাছে বড্ড
        ঘৃণিত মনে হয়।
এর থেকে ঢের ভাল হতো
যদি হতাম একটি শুয়োরও,
এই শঠ, পাপিষ্ঠ মানুষের ঘৃণাভরা
বীভৎস কালো চোখ অগ্রাহ্য করে
ন্যাংটো পাছা হেলিয়ে দুলিয়ে
দিব্যি দিগম্বর ঘুরে বেড়াতাম
     শহরের অলিগলিতে,
যত্রতত্র মলমূত্র ত্যাগ করতাম
          মনের সুখে।
সে জীবনও ঢের ভাল হতো
এই মানুষ নামধারী ধূর্ত ক্রূর
     দুপেয়ে জন্তর থেকে।