আরো অনেকটা সময় চাইছিল
আরো বেশী টাকার জন্য
বিনিময়ে শরীরকে পণ্য করে;
মেয়েছেলেটার গায়ে কী জোর
আমি পারছিলাম না আর -
বড় বড় চোখ নিয়ে তাকালো
ও! কী চোখরে বাবা -
সমস্ত শরীর শিউরে উঠল,
তারপর ও' নিজেই হল বিবস্ত্র
যেন বাঁধ ভাঙা জল স্রোত
সবকিছু ছারখার করতে চায়!


ভদ্রবেশী পরোয়ানা নিয়ে সমাজে
যারা এখনোও গোলাপ ছেঁড়ে
তারা জানেনা কাঁটাতেই আছে বিষ!


শরীর বেচার টাকায় যখন
ওদের মুখে অন্ন ওঠে
ততক্ষণে আমরা পঙ্গু হতে থাকি!


সাদা পোষাকের আড়ালে রক্তছাপ
বারাঙ্গণা নারীকে দুষ্টের দমন
আর সৃষ্টি রক্ষার প্রদীপে
স্থান দেয় আলোক ঘূর্ণাবর্ত থেকে
জ্বাজ্বল্যহীণ ইতিহাসের পাতায় পাতায়!
              ......


* কবিতাটি কবি খান লোকনাথী মহাশয়কে উৎসর্গ করলাম এবং ওনার মন্তব্যে লেখা "সে কুলটা মেয়ে" কবিতার কিছু অংশ নিয়ে কবিতাটি আবৃত্তি করলাম।