এখন আমি একলা জনস্রোতে মিশে যাচ্ছি
একপাল বাস স্বশব্দে চলে যায়।
প্রেমের আকুল আবেগ তোর গলা আকড়ে ধরে
যেন তুই কখনো আমার ভালবাসা পাবিনে,
প্রাচীন যুগের নারী হলে শরম বিলাসিতায়
জীবনের গভীরতায় তুই বিলাপে হাট্টতি।
মিথ্যের বোঝা বাড়ার আগেই
অপরাধী হয়ে পালিয়ে যাই।
চোখখুলে উদ্বাস্তুদের দিকে তাকাও
বালিশ আর চাদর বয়ে যাচ্ছে
তুই যেমন তোর হৃদয়কে বয়ে নিয়ে চলিস।
ওই বালিশ-চাদর আর তোর স্বপ্নগুলো একই।