বুকের মাঝে ভীষণ ঝড়, অঝোর নিরন্তর
কেড়ে নিল সব শান্ত সময়, অলস অবসর।
ছটফটে মন, ব্যস্ত চরণ, তুমুল দাপাদাপি;
নিয়ম বিধির বাঁধন ছিঁড়ে, খোলা মনের ঝাঁপি।


কষ্ট দারুণ, লড়াই যখন নিজের সাথে আমি-
কায়ায় ছায়ায় ফারাক যখন, কলম তখন দামি।
মেঘ জমলেই বুকের মাঝে টাপুর টুপুর জল,
চোখ চাইছে বাঁধ ভাঙতে, মিথ্যে হাসির ছল।