ও মন, তুই কোথায় গেলি বল?


জানি না, কি গহীন টানে
খুঁজে পেলি বাঁচার মানে;
কার ডাকেতে সাড়া দিতে
ভেঙেছিস আগল-


ও মন, তুই কোথায় গেলি বল?


একেলা সে কোন বিজনে
বসে আছিস আপন মনে,
রাধা মন কৃষ্ণ ব'লে
কাঁদে যে কেবল-


ও মন, তুই কোথায় গেলি বল?


প্রতিদিন কাজের ফাঁকে
হু হু মন যখন ডাকে,
হিয়া জুড়ে জলছবি ছাপ
কার মুখের আদল-


ও মন, তুই কোথায় গেলি বল?


কে জানে কোন শ্রাবণ দিনে
ভালোবাসার প্রস্রবণে,
বুকের মাঝে মুখ লুকিয়ে
ভিজিয়েছিস আঁচল-


ও মন, তুই কোথায় গেলি বল?


চারিধারে ভিড়ের মাঝে
চোখ দুটি যে তাকেই খোঁজে,
না পেলে কোন অভিমানে
বুক ভরা বাদল-


ও মন, তুই কোথায় গেলি বল?