জঞ্জালময় এই পৃথিবীতে আমি এক ক্ষুদ্র মানব,
মনের মাঝে লুকিয়ে আছে কতনা স্বপ্ন,
কতকিছু করার আশা আমার এ অন্তরে,
হচ্ছে-তো হচ্ছে না তার কিছুই পুরন।


জীবনের এই অশান্ত শৃঙ্খল থেকে-
চাই শান্তি-চাই মুক্ত হতে,
যেমন মুক্ত আকাশের ঐ তারাগুলো,
আর চাঁদের মতো মুক্ত আলো ছড়াতে।


জঞ্জালময় এই পৃথিবীতে- যতদিন বাঁচবো আমি,
বাঁচতে চাই ততদিন-মুক্ত পাখির মতো ঘুরে-ফিরে,
দু’ডানা মেলে যেমনটি মুক্ত আকাশে ঘুরে বেড়ায়-
আর দিনের শেষে নিশ্চিন্ত মনে নীড়ে ফিরে যায়।


সাংসারিক জীবনে চাই আমি মুক্ত বাতাস,
যেখানে প্রাণ ভরে নিঃশ^াস ফেলা যায়,
যেখানে শান্তিকে হৃদয় ভরে অনুভব করা যায়,
পাওয়া যায় পৃথিবীর সবটুকু সুখ।


আমি হতে চাই পৃথিবীর সেই সুখী মানব হতে,
যার কাছে থাকবে একটি স্বপ্ন-ক্লেশহীন পরিবার,
জীবনকে গড়তে চাই বিশাল আকাশের ন্যায়,
হাজারো তারার সমন্বয়ে গড়তে মুক্ত একটি বিছানা।