হারিয়েগেছো তুমি, সেই কালো রাতে,
আমাদের মধ্য থেকে, আমাদের ছেড়ে,
’৭১ এর মহানায়ক, বাংলার গর্ব তুমি,
তুমিই তো সেই-বঙ্গবন্ধু শেখ মুজিব।
১৫ই আগষ্ট, সেই তো কালো ক্ষণ,
যে ক্ষণে কেঁপেছিল বাংলার বুক,
পেয়েছিল লাখ বাঙ্গালী দুঃখ।
আজও সেই দুঃখে ব্যাথিত বাঙ্গালীর হৃদয়,
আজও সেই দুঃখে লজ্জিত বাঙ্গালী,
লজ্জিত বাঙ্গালী জাতি।
যে বাঙ্গালীকে দিয়েছিলে স্বাধীনতা,
দিয়েছিলে মুক্তির স্বাধ,
রাখতে পারিনি ধরে তোমায়, আমরা সেই বাঙ্গালী।
ঘুম পাড়িয়ে দিয়েছিল ’৭৫-এর ১৫ই আগষ্ট,
রাতের আঁধারে কাপুরুষের ন্যায় বন্দুক হাতে,
প্রবেশ করে তোমারই ঘরে-কুজন্ম-কুলাঙ্গার,
করেছিল গুলি বর্ষণ বুকে তোমার।
তাইতো নিঃশব্দ মুখে তুমি চলে গেলে,
তোমার প্রিয় বাংলা ছেড়ে, আমাদের ছেড়ে।
সেই থেকে আজও আমরা বাঙ্গালী,
ভুলিনি তোমায়, স্মরণে নয়, আছো তুমি-
লাখ বাঙ্গালীর বুকে, অন্তরে অন্তরে।
বুকের মাঝে আছো ঘুমিয়ে তুমি-
তাইতো বারে বারে এই দিনে,
জেগে ওঠো প্রতিটি বাঙ্গালীর অন্তরে,
তোমার বীরত্বের স্মৃতি নিয়ে।