অপোয় আছি সমুদ্রতীরে, তোমার জন্য,
সমুদ্র জলের ঢেউ গুলো গড়িয়ে পড়ছে বালুর বুকে,
সাথে কিছু বালু আর ছোট ছোট কিছু ঝিনুক নিয়ে,
ঝিনুক মালা পড়ে সমুদ্র তীর সেঁজে আছে।
মনে হয় এই ঝিনুকগুলো কেউ রং তুলি দিয়ে বিভিন্ন রংয়ে এঁকেছে।
কুড়িয়ে এনেছিলাম ঝিনুক মাল্য থেকে ক'টা,
তোমার জন্য, তুমি আসবে বলে,
ভালোবাসার ছোট্ট কুড়েঁ ঘরে।
যেখানে রেখেছি কিছু ভালোবাসা, কিছু সুখ,
সেখানে অপোয় আছি, তোমার জন্য।
তোমার জন্য সাজিয়ে রাখা ফুল বাগান,
সেখানে শিশুরা খেলা করছে আপন মনে,
যেখানে আমাদের খেলা করার কথা।
অপোয় আছি, প্রহর গুনছি তোমার জন্য।
পূর্নিমার চাঁদ উঠেছে আকাশের বুকে,
সমস্ত চাঁদের আলো পড়েছে সমুদ্রের বুকে,
সমুদ্র ঢেউগুলো সেজে উঠেছে আপন সাজে,
এ শুধু তোমার জন্য, তুমি আসবে বলে সমুদ্র তীরে।
তোমার জন্য পৃথিবীর সব সুন্দরকে রেখেছি,
ভালোবাসার ছোট্ট কুঁড়ে ঘরে।
সমুদ্র জলের ঢেউয়ের সাথে উঠে আসা ঝিনুকগুলো,
যা রেখেছি যতন করে,
আজও সেই ঝিনুকগুলো সাজিয়ে রেখেছি,
ভালোবাসার ছোট্ট কুঁড়ে ঘরে,
তুমি আসবে বলে, তোমার জন্য ॥