সবুজ শ্যামল এই ভূবণে পদার্পন আমার,
তোর কৃপায়, তোর ভালোবাসায় মাগো।
আমার জীবনের প্রতিটি পদের পদক্ষেপ,
তোর কৃপায়, তোর ভালোবাসায় মাগো।
শূণ্য থেকে পালন করেছিস মাগো,
ভালোবাসার আচল তলে রেখে।
শরীরের তাপমাত্রা বেড়েছে দেখে, ভেবেছিস,
অসুখ করেছে আমার।
না খেয়ে, না ঘুমিয়ে সারাক্ষণ বসেছিলি,
আমার শিয়রের পাশে।
ঘুম পড়িয়েছিলি আমায়, চুমু খেয়ে দু'চোখে।
তোর সেই ভালোবাসা নিয়ে মাগো, চলছি আজো,
কোন্দলিত এই পৃথিবীতে।
দেখতে দেখতে কুড়িতে পা রেখেছি-
তুই মা চলে গেছিস আমায় ছেড়ে,
যখন পা রেখেছি ছয়’তে।
আজ মাগো আমি একা, বড্ড একা,
তোর ঠিকানা খুঁজতে খঁজতে ক্লান্ত আমি।
ঘুরছি তোর সন্ধানে মাগো, পথে পথে,
আমার চিত্তে তোরই স্থান মাগো,
তাইতো আমার দু'চোখে অশ্র“ ধারা।
তুই কি শুনতে পাচ্ছিস মাগো,
আমার হৃদয়ের আকুতি-মিনতি।
মাগো, যখন আমার পাঁচ, তখন তুই বলেছিলি আমায়,
যেখানেই যাব সঙ্গে করে নিয়ে যাব তোকে।
কিন্তু কই! আমায়তো নিলি না তুই।
মাগো তুইতো কখনই মিথ্যে বলতিনা আমায়,
তবে সেদিন কেন মিথ্যে বললি ?
মাগো আমি আর পারছিনা পথ চলতে, এই কোন্দলিত পৃথিবীতে।
তুই চলে আয় মাগো, নিয়ে যা আমায়,
তোর সঙ্গি করে, তোর সাথে।