সকালের শেষে দুপুর, দুপুরের শেষে পরন্ত বিকেল,
চারিদিকে বইছে মৃদু পরশ বুলানো বাতাস,
তারই মাঝে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি,
তোমায় ভালোবাসি বলে, তোমার পথ পানে।
অপেক্ষার প্রহর গুনছি তুমি আসবে বলে,
আমার সুপ্ত-শূন্য হৃদয়ে, বুকের মাঝে-
যেখানে গড়েছি তোমার জন্য ভালোবাসার ছোট্ট নীড়।
তুমি নেই পড়ে আছি তাই,
ভাঙ্গা মন নিয়ে বিশাল পৃথিবীর
লক্ষ-কোটি মানুষের মাঝে।
আমায় সঙ্গ দিতে আছে অনেক জন,
তবুও মনটা পড়ে আছে সঙ্গিহীন হয়ে,
তুমি নেই তাই বলে।
কতটা সময়-কতটা দিন-কতটা বছর কাটিয়েছি,
অগনিত মানুষের মাঝে, তাদের মধ্যে থেকে,
কেউ এসেছে আমার দুঃখগুলোকে সাথী করতে,
কেউ বা এসেছে কিছুটা সুখ দিবে বলে।
তবুও আমি-
তোমার দেয়া সুখ-দুঃখ আর স্মৃতিগুলো নিয়ে,
তুমি বিনা তোমার শূণ্যতা বুকে জড়িয়ে,
বেঁচে আমি আজো, এ স্বর্গ ভূবণে।