আমার দেশের কৃষকেরা
আমার দেশের প্রাণ।
রৌদ বৃষ্টিতে ফলায় তারা
শোনা ভরা ধান।
ধানের শীষে কৃষকের মুখে
ফুটে ওঠে হাসি।
তাই তো মোরা কৃষকদের কে
খুবই ভালো বাসি।
শোনার দেশে শোনার মানুষ
শোনার ফসল ফলে।
তবুও দেখি কৃষক যখন
ক্ষেত থেকে ধান তোলে।
ওমনি দেখি শোনার ধানের
দাম যায় খুব কমে।
অসাধু ব্যবসায়ীরা তখন ধান
মজুত করে রাখে।
সে ধান গুলো সুযোগ বুঝে
চওড়া দামে বেচে।
সে জন্যই দেখি কৃষকেরা
না খেতে পেয়ে মরে।