চলরে নদাই
বাজারে যাই
পোলাও মাংস কিনতে।
ভাল্লাগে না
আর ডাল ভাত
খেতে করে না ইচ্ছে।
আচ্ছা গদাই
বাজারে কি
কোর্মা পোলাও বেচে..?
কতদিন হলো
খাই না এগুলো
খেতে করে খুব ইচ্ছে।
গরিব ঘরে
জন্ম মোদের
এটাই মোদের দোষ।
তাই তো দেখি
বড় লোকরা
করায় নি কখনো ভোজ।
আচ্ছা গদাই
মোড়ল কাকার
এতো স্বজন
মোদের কেনো নেই...?
বুঝলি গদাই
টাকাই স্বজন
না থাকলে নির্জন,
স্বার্থপরের এই দুনিয়ায়।
গরিব ধনীর
ভেদা ভেদ
সর্বকালেই রয়ে যায়।