যদি সূর্য আর পৃথিবীর মধ্যে ধাক্কা লেগে যায়
তাতে আমাদের কী?
তাতে আমাদের ভালোবাসাতে একটুও চির ধরবে না
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


যদি শনির সাতটি বলয় কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায়
তাতে আমাদের কী?
তাতে আমাদের ভালোবাসাতে কোনো প্রভাবই পড়বে না
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


যদি হিমালয় পর্বতমালার সব বরফ হঠাৎ গলে জল হয়ে যায়
আর তার ফলে পৃথিবী জুড়ে সুনামী সৃষ্টি হয়
তাতে আমাদের কী?
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


যদি ক্রমাগত উল্কা বৃষ্টি হয়ে পৃথিবীতে আগুন জ্বলে যায়
আর তাতে পৃথিবীর মৃত্যু হয়
তাতে আমাদের কী?
আমি আর তুমি ঠিক বেঁচে থাকব
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


পৃথিবীতে এক ভাগ স্থল আছে
যদি সে স্থলও কোনো কারণে সমুদ্রের তলায় ডুবে যায়
তাতে আমাদের কী?
আমরা ডুবব না
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


যদি লাল গ্ৰহ আর সবুজ গ্ৰহ একসঙ্গে আকাশ থেকে পড়ে যায় আমাদের নীল গ্ৰহতে
আর তাতে আমাদের গ্ৰহ যদি ধ্বংস হয়ে যায়
তাতে আমাদের কী?
আমি আর তুমি তবু জীবিত থাকব
আমি তোমার থাকব তুমি আমার থাকবে।


---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/৩/২০২৪