মুয়াজ্জিনের 'আল্লাহু আকবর' স্বরে,
ভেঙে যায় ঘুম, জেগে উঠি ভোরে।
কিচিমিচি করে পাখি,
শুনে তব মেলি আঁখি।


কেটে গেছে ঘোর অন্ধকার,
শেষ হয়েছে রাত।
জেগে উঠেছে তপন,
দ্বার খুলেছে প্রভাত।


জেগে উঠেছে চারদিক,
জ্বলে উঠেছে আলো।
রাখালেরা যায় মাঠে,
ঘুচে যায় কালো।


বয়ে চলেছে কোমল হাওয়া,
ধেয়ে চলেছে কৃষক কর্মমাঠে।
নিস্তব্ধ প্রকৃতি যেন,
হাত রেখে চলেছে হাতে।


ধীরে ধীরে,
রবি জ্বলছে তীব্র আলোয়,
বিদায় নিয়েছে রাত।
সবাই উঠেছে জেগে,
শেষ হয়েছে প্রভাত।


©১১/০৮/২০১৬ ইং©