হউক সে মহাজ্ঞানী মহাবিজ্ঞজন,
চারদিকে রটে থাকুক তাহার গুঞ্জন,
করুক সে অনেক কিছু শ্রেষ্ঠতর,
করুক পাহাড় সমান আবিষ্কার,
ভেঙে দেক সব বাঁধার দুয়ার,
তাহার আলোয় ঘুচে যাক আঁধার,
তবু সে কুকুর তুল্যে অধম!
যে বিশ্বাস নাহি করে নিজ স্রষ্টার।


তব শুন হে,
কুকুর বিশ্বাসে তার প্রভুরে।


©১৪/০৮/২০১৬ইং©