জীবন পথে কত বাঁধা,
কত কিছু আসবে নেমে।
তাই বলে কি পথের মাঝে,
চুপটি করে রইবে থেমে?


জীবনে আসিলে বাঁধা,
বিফল হইলে কোথাও,
জোর থাকিলে রথে,
তব ভ্রমিওনা পথে,
ছাড়িওনা হাল,
নামিওনা পাল,
ফিরে দেখ নতুন স্বপ্ন।


ভুলিওনা কভু,
সাথে আছে প্রভু,
ঐ বাণীখান,
যেথায় রয়েছে জীবন,
সেথায় রয়েছে স্বপন।


মনে থাকিলে অনড় স্বপন,
তুফান আসিবে যখন-তখন,
আসুক তবে, চালিয়ে যাও হাল,
সফলতাই হবে আপন।


তাই জীবনে আসিলে বাঁধা,
বিফল হইলেও কোথাও,
ভ্রমিতে নাহি হয়,
বাঁধা ঠেকিয়া সাফল্যের দিকে,
হাল চালিতে হয়।


©২৬/০৮/২০১৬ইং©