আমি তো জন্মেছি এই বাংলায়,
তাই বাংলায় কথা বলি।
আমি তো ফেলেছি চরণ এই বাংলায়,
তাই বাংলায় পথ চলি।



আমি তো বাঙালি মায়ের বাঙালি সন্তান,
আমি তো মৌমাছি হয়ে করি বাংলার মধু সন্ধান।
আমি তো বাংলার আঁকাবাঁকা পথের পথচারি,
আমি তো বিদ্রোহী কবির বিদ্রোহী অনুসারী।
আমি তো সবুজের মাঝে রক্তাত্ত রাঙা রবি,
আমি তো বাংলায় বাঁধি সুর বাংলায় আঁকি ছবি।
আমি তো সাত সাগর আর তেরশত নদীর প্রবাহিত ঢেউ,
আমি তো বাংলায় চলি পথ তবে থামায় নাতো কেউ।
আমি তো ফিরেছি জন্মেছি যতবার,
আমি তো এই বাংলায় অত্যাচারী দেখতে চাই না আর।
আমি তো এই বাংলার গল্প বলা স্বপ্নময়ী বালক,
আমি তো নীল আকাশে উড়তে থাকা রঙিন ঘুরির চালক।



বাংলাই তো আমার জন্মভূমি, বাংলাই আমার প্রাণ।
তাইতো আমি বাংলায় বাঁধি সুর, বাংলায় গাহি গান।


©০৭/০৫/২০১৬ ইং©