বীর বিপ্লবী তোমরা সবাই কোথায়
ফিরে এস এই ধরার বুকে হেথায়।
দেখ দু’চোখ মেলে কেমন হয়েছি স্বাধীন
তোমাদের প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা।
ইংরেজ শাসক চলে গেছে তোমাদের ভয়ে
দেশী শাসকরা মাথা উচিয়ে ঘোরে ফেরে।
তোমাদের নাম ভাঙিয়ে করে বাহাদুরী
নিজেদের ভাবে তারা  আহা কি আহামরী।
তোমরা স্বাধীনতার তরে দিয়েছিলে রক্তের বলি
মুখোশধারী শাসক এখন রক্ত শুষেনিয়ে খেলে হোলি।
স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বীর বিপ্লবীর
জন্ম ও মৃত্যু দিবস পালিত হয় ঘটা করে।
তোমাদের আত্মত্যাগ, বানী সবকিছুকে ভুলে
সবাইকে দেখানোর তরে মানা হয় নামে।



রচনাকালঃ ১৪/০১/২০১৫