ছোট ছোট শিশুরা সব
        করে না গো খেলা
বছর দুই আড়াই বয়স হলেই
        চলে যায় পাঠশালায়।


এখন আবার বাংলা ছেড়ে
         ইংরাজী মিডিয়ামে পড়া
ইংরাজীতে পটু হওয়া চাই
         বাবা-মায়ের নজর কড়া।


পড়ার সাথে নাচ-গান
         আঁকা কিম্বা আবৃত্তি
পুতুল বা বল খেলতে চাইলে
         বড়দের মুখ হয় বিকৃতি।


সারাদিন পড়া পড়া
         আর লেখার কাজ
ছোট্ট শিশুর মনের উপর
         পড়ে ভীষণ চাপ।


বাবা-মায়েরা শিক্ষিত হয়েও
        করছি প্রচুর ভুল
শিশুদের মনের চাপ সৃষ্টি
       পরে দিতে হবে মাসুল।


স্কুলে কেউ হাসে কাউ কাঁদে
        কেউ বা তোতলায়
কেউ বা আবার মনের দুঃখে
       চুপটি করে রয়।


স্কুলের ঐ পাঁচিল মাঝে
        ছোট্ট ছোট্ট করুন মুখ
সবুজ পাতায় ফুলেরা সব
        ওদের দেখেই সুখ।


এই সুখের জন্য শিশুদের
         দিতে হবে ৫বছর ছাড়
খেলে ঘুরে দিন কাটাবে
         বলা যাবে না পড়।


নিজের ইচ্ছায় খেলা করবে
         নিজের ইচ্ছায় পড়বে
নিজের থেকেই শিশুর মনে
          সুস্থ জীবনের ভীত গড়বে।



রচনাকালঃ ২১/০১/২০১৫