বাঙালী বলে গর্ব মোদের
বাংলা ভাষা দিবস পালন করি
এত সহজ সরল বাংলা ভাষা
বাংলা ভাষার জন্য লড়াই করি।
তাও আমরা ভাষাটাকে কি বুঝি?
সঠিক বুঝি ? পুরোটা বুঝি ?
না বুঝি না অনেকটাই বুঝি না।
যখন কেউ ইংরাজী,হিন্দি,উর্দু বলে
তখন আমরা বাংলার বড়াই করি।
অথচ অনেক সাধারন বাঙালী মানুষও
অন্য ভাষাকে সঠিক বাংলা ভাষা ভাবে।
সেদিন প্লাটফর্মে দাঁড়িয়ে প্রচুর লোক
এক ভদ্রলোক বলেন ট্রেনটা বিলম্ব করছে
হটাৎ একজন লজেন্স বিক্রেতা বলে উঠল
না-না দাদা ট্রেনটা আজ লেট করছে।
সে হয়তো বিলম্বের মানে অন্য কিছু বুঝেছিল
এরকম অনেক উদাহরন আছে বাংলা মাঝে।
তবুও আমরা বাঙালী, বাংলা ভাষার গর্ব
আমরা বাংলা ভাষায় গরবিনী।



রচনাকালঃ ০৫/০১/২০১৫