তুমি ছিলে না মোটেই নির্বোধ
বুঝেছিলে আমি বড়োই অবোধ।
আমাকে উল্টে-পাল্টে, নেড়ে-ঘেঁটে
পরখ করেই নিয়েছিলে বেছে।
দেখতে চেয়েছিলে তোমার আঁধার ঘরে
কতটা চাঁদের আলো ঢুকতে পারে।
তোমার ঘরের চাঁদের আলো
সরাতে পেরেছিল আঁধার কালো।
তবুও চাঁদের গায়ের কলঙ্ক
আটকাতে পারেনি তোমার পুরুষত্ব।
সহজে সরলে প্রত্যাখ্যাত হয়েছি বারবার
সকল পূজা চেপে আঘাত দিয়েছি অনেকবার।
আজ সব আশা হতাশার মোড়কে ঢাকা
সকল প্রত্যাশা টলছে দূর্ণিবার বাধা।
তবু একে অপরের হাত থেকে তুলে নিচ্ছিনা
জয়-পরাজয়, জীবনের পথে এগিয়ে চলা।
নরমে গরমে প্রত্যাশা টলছে দূর্ণিবার
তাও মোরা প্রত্যাশা করে চলেছি বারবার।
একদিন চলে যেতেই হবে পরপারে
প্রত্যাশা একটাই ফিরতে চাই জন্মান্তরে
তোমার  ঐ  আঁধার  ঘরে।



রচনাকালঃ ১৮/০১/২০১৫