সেদিন বুঝেছিলাম অন্যের হাসি
আমি কবিতার জালে ফাসি।
আমার এই তুচ্ছ ইচ্ছা
এনে দেবে এত শুভেচ্ছা।
বুঝিনি তা আগে ভাগে
কষ্ট পেয়েছি মনে রাগে।
একটা একটা করে কলম খোঁচায়
আঁচড় কেটেছি পঞ্চাশে।
সকল কবির আশিষ পেয়ে
জীবন উঠেছে আলোয় গেয়ে।
স্বামীর উত্সাহে প্রথম আঁচড় কাটা
এনে দিল নতুন অধ্যায়ের বিজয় ফোঁটা।
সাদা কাগজের পাতায় পাতায়
কাটতে চায় কলমের মাথায়।
সে আঁচড় কাটা যেন শেষ হয়
জীবনের অন্তিম বিদায় বেলায়।
এই সব আঁচড়ের পাতায়
পরপ্রজন্ম যেন করে রাখি মাথায়।



রচনাকালঃ ১০/০১/২০১৫