বই মেলা হয় বার বার
খাতা মেলা কভু হয় না
এই নিয়ে কোনও দিনও
কেউ কথা কয় না।
তাই সব খাতাদের
মনে খুবই দুঃখ
খাতার প্রতি তোমরা
কেন এত রুক্ষ।
সব খাতাই খুশি হবে
যদি ব্যবহৃত হয় লেখার কাজে।


বই মেলা হয় বার বার
কলম মেলা কভু হয় না
এসব নিয়ে গুনিজনে
কখনও যে ভাবে না।
তাই সব কলমদের
দুঃখ ভারী মনে
সাংবাদিক বিচারক শিক্ষকের কাছে
কলম ভীষন দামী।
নামী দামী সকলের পকেটে
শোভা পায় এই কলমই।


বই মেলা বই মেলা
বারে বারে হয়
খাতা মেলা, কলম মেলা
এবার হওয়া চাই।
বই-এর মত খাতা কলমকে
দাও না গো সম্মান
খাতা কলমের হয়ে লড়ছি বলে
বইকে করছি না অসম্মান।
সকলের কাছে এই আবেদন
খাতা কলম মেলা করো নিবেদন।



রচনাকালঃ ০৮/১১/২০০৯