আমার ভালোবাসা তোমার ভালোবাসার সঙ্গে
                   মিলেমিশে যাওয়ায়
                   বন্ধন তৈরী হয়।
উভয়ের পাওয়া না পাওয়া গুলো মিলেমিশে
                   একাকার হয়ে যায়
                   ভালোবাসার টানে।
একে অপরের জন্য নিজের ইচ্ছার ত্যাগ
                   বন্ধনকে মজবুত করে
                   নতুন ফসল ফলায়।
আমার আশাগুলো তোমার অনিচ্ছার মেলবন্ধনে
                   হারিয়ে যায় বিশ্বাস
                   সৃষ্টি হয় ব্যবধানের।
এই ব্যবধানটা গাঢ় থেকে গাঢ়ত্তর হতে থাকে
                   সেচ্ছায় অজান্তেই
                    ফল স্বরূপ বিভেদ।
তখন উভয়েই বিভেদকে অতিথেয়তার হাত
                  বাড়িয়ে লাভ করে
                  বিকর্ষণ প্রতিক্রিয়ায়।



রচনাকালঃ ০৮/০১/২০১৫