কী আর বয়েস হবে ছোট ছেলেটির
বড়জোর বারো বা তেরো হবে এমনটিই
এরই মাঝে জীবনের কত খুঁটিনাটি
পড়াশুনার সাথে সংসার ও হাড়খাটুনি।
মাধ্যমিক পরীক্ষা দেবার স্বপ্ন, অসুস্থ মায়ের সেবা
বাবার তৈ্রী ছোট্ট চপ ও ভাত-ডালের দোকান।
সারাদিন নানা পদ রান্না করে হোটেলের জন্য
সন্ধ্যে বেলা গরম তেলের কড়াই, আঁচের উপর
তেল থেকে ছেঁকে তোলা চপ, সিঙ্গাড়া, বেগুনী
পাপড়, ফুলুরি,  সেন্ডুইস, ঘুগনি, আলুকাবলী।
তৈলাক্ত ধোঁয়ায় তেলচিটে কচিফর্সা মুখ কালো
এই ছেলেটিও হয়তো একদিন রাধুনী হবে ভালো।
একদিন পৃথিবীর শ্রেষ্ঠ রাধুনী হবে-
চমৎকার সব পদ পরিবেশন করবে,
এই পৃথিবীর তাবৎ মানুষ গুলোকে
যারা আজ এই ছোকড়া বলে ডাকে
তারাই বাবু-দাদা-ভাই বলে সম্বোধন করবে।



রচনাকালঃ ০৮/০১/২০১৫