আমি ছোট্ট একটি চারাগাছ
আমাকে পায়ে মাড়িয়ো না।
আরো অনেক বড়ো হতে চাই
আমাকে তোমরা কেটে ফেলোনা।
আমার শাখা-প্রশাখায় ফল-ফুল
ডালে বা কোটরে বাসা বাঁধবে পক্ষীকূল।
শুকনো ডালপালা পাতা জ্বালানী হবে
রোদ্দুরে সবাই শীতল ছায়া পাবে।
আমার শ্বাস থেকে অক্সিজেন নিয়ে
প্রাণীকূল বেঁচে থাকার রসদ পাবে।
অনেক দূরে যাওয়ার দরকার হবে না
আমাকে তুচ্ছ না ভেবে প্রাণ দান করলে।  
  তোমার চারপাশকে সবুজ করে তুলবই
পৃথিবীর ভারসাম্যও বজায় রাখবো।
আমিও পৃথিবীতে বেঁচে থাকতে চাই
দয়া করে আমাকে পরিপূর্ণ বৃক্ষ হতে দাও।



রচনাকালঃ ০৭/০১/২০১৫