মেয়ে এসে বললো তার বাবাকে
একটা মেশিন কিনে দাও আমাকে,
কাজকর্ম সব শিখে গেছি প্রায়
মিছেই ভাবছ বাবা এবার করব আয়।


বাবা রেগে বললো আলসে মেয়ে
কাজের সময় দিস যে বেজায় ফাঁকি,
হাত কাটতে গিয়েছো শিখে ভালই
‘গলা কাটা’ টা শিখতে অনেক বাকি।  


মেয়ে বললো, বাবা কথাটা বলেছ ঠিক
অল্প দিনেই শিখেছি হাত কাটা,
‘গলা কাটা’ টাও শিখে যাবো আমি
শুকিয়ে গেলে মাষ্টারের হাতের শেলাই-টা।


তোমরা সবাই ভাবছো মনে মনে
এ কেমন ধরণের বাপ,
হাত-গলা কাটা শিখতে পাঠায়
একে কি কখনো করা যায় মাফ।


বাবা আফসোস করে বলল তখন
কি হওয়ার কথা তোর আজ,
ডাক্তার করার স্বপ্ন নিয়ে মনে
শেখালাম আজ দর্জির কাজ।


সময় কালে পড়াশুনায় তুই
দিলি অনেক বেশি ফাঁকি,
অসময়ে আজ দর্জির কাজ
জীবনটা তোর অনেকখানি বাকি।



রচনাকালঃ ২৯/১২/২০১৪