জগতের সব পুতুলের মালিক তুমিই
তোমার হাতের পুতুল হয়ে আছি।
মালিক তুমিই নাচের আসরে নাচাও
যেমনি নাচাও তেমনি আমি নাচি।
যেমন সাজাও তেমন করেই সাজি
সকল সাজেই আমি রাজি।
নাচ শেষে নাচের ঘরে
যেমন রাখো তেমন থাকি।
এমন ভাবেই বাঁচবো যতদিন
চলবে নাচের খেলা।
ছুটি হবে সেদিন সবার
যখন আসবে বিদায় বেলা।
এমনি ভাবে যুগ যুগ ধরে
সব পুতুলের নাচ চলবে।
সব পুতুলের তুমিই মালিক
জনম জনম থেকে যাবে।
বিদায় শেষে ওগো দয়াল
সন্তান ভেবে রেখো পায়।
তুমি ছাড়া এই জীবনে
নেই কোন উপায়।



রচনাকালঃ ১৬/১২/২০১৪