মেলা মেলা বই মেলা
প্রচার করে গেল গাড়ি ঠেলা।
বই মেলায় সবাই যাবো
ভালো ভালো খাবার খাবো।
রোজ দলবেঁধে বই মেলায় যাচ্ছি
রোল-মোগলাই-ফিসফ্রাই-চপ খাচ্ছি।
ঘুরে ফুরে বন্ধু- বান্ধবীর সাক্ষাত
বই কেনার সময় ঘটে যত ব্যাঘাত।                                                                         বই মেলায় রোজ প্রচুর লোক আসছে
ফুচকা-বাদাম- ভেলপুরি খুব খাচ্ছে।
কারো ব্যগে বা হাতে নেই একটাও বই
কাছে দূরে মেলা জুড়ে লোক থই থই।
দলবেঁধে সব বই মেলায় রোজ
বই মেলায় মনের মত ক্রেতা ক-জন।
বেশির ভাগই খাওয়া ঘোরা –ফেরা
বইয়ের সাথে সম্পর্ক গড়না তোরা।
মেলা মানে হৈ চৈ খাওয়া ঘোরাঘুরি
বই মেলার বিকল্প অন্য কিছু পায়নি।



রচনাকালঃ ৩০/১২/২০১৪