ভীষণ রেগে বললো মা
কি এঁকেছিস সোনা?
আঁকার কথা গোলাপ ফুল
আঁকলি গোলাপ কুড়ি।


পরের পাতা দেখে মা
চমকে উঠে বলে একি
আঁকতে বললাম চাঁদ-তারা
এঁকেছিস সূর্যমামা।


রং খাতা সব সরিয়ে রেখে
হেসে মাকে জড়িয়ে ধরে বলে
আমায় তুমি ভাবছো বোকা
আমি না তোমার সোনা।


আঁকার সময় আঁকায় আমি
দিই না মোটেই ফাঁকি,
দুদিন পরে আঁকার ক্লাস
ফুলের কুড়ি উঠবে ফুটি।


পরের পাতার চাঁদতারা
সেটাও তো ঠিকই আছে
খাতা তুমি দেখতে রাতে
তখন সূর্য অস্ত যাবে।


মুচকি হেসে মা বললেন
তোর মাথায় আছে পোকা!
আমি কি তোর পাগল মা
বলবো তোকে বোকা।



রচনাকালঃ ২৭/১২/২০১৪