বই মেলা বই মেলা
বই নিয়েই মেলা
চারিদিকে ছড়ানো বই
প্রয়োজনীয় বইটা কই।
বইমেলায় বইয়ের মাঝে
হাঁপিয়ে উঠার জো
খুজে খুজে পেলনা সে
দরকারী বই নো!
বিক্রেতা বলে কি বই চাই
বলুন দেখি আমায়
ক্রেতা বলে খুব দরকারী বই
কি কি বই আছে তোমার ?
বিক্রেতা বলা শুরু করেন-
ছবির বই, ছড়ার বই
লেখার বই, পড়ার বই
কেরিয়ারের বই, রুপচর্চার বই
সহজেই ভূড়ি কমানোর বই
নাচের বই, গানের বই
হাসার বই, কাঁদার বই
যোগের বই, ধ্যানের বই
জ্ঞানের বই, বিজ্ঞানের বই
ভূগোলের বই, ইতিহাসের বই
পাহাড়ের বই, নদীর বই
ঝর্নার বই, বন্যার বই
রোগের বই, ভোগের বই
নানা ধরণের ভাষার বই
প্রেম ও ভালোবাসার বই
সুখের স্রোতে ভাসার বই
কোপ্তা-কারী রাধার বই
ফুল-ফল-সব্জি-মাছ-হাঁস
মুরগি-শুয়োর- গরু-ছাগল
ভেড়া ইত্যাদি চাষের বই
নানা পরীক্ষার পাশের বই
হাত দেখা ভাগ্য বিচারের বই
গদ্য,পদ্য, ও কবিতার বই
ধর্মের, কর্মের, নাটকের বই
নানা ব্যবসা ফাঁদার বই
বিক্রেতা হাঁফ ছেড়ে বললেন-
বই মেলায় সবই পাবেন
আপনি কি বই নেবেন।
খুব জরুরী ভীষণ জরুরী
একটা মানবতার বই পাব কি?



রচনাকালঃ ০১/০১/২০১৫