শীত মানে হিমের হাওয়া
       শীত মানে ঠান্ডা কনকন,
শীত মানে তোশক –কম্বল
       আগুন পোহান গনগন।
শীত মানে পৌষ- পার্বণ
       পিঠে - পুলি – পায়েস,
শীত মানে নলেন গুড়
       মুড়কি মোয়ার মিঠে আয়েস।
শীত মানে সার্কাস – জু
       পিকনিক ক্রিকেট খেলা,
শীত মানে ট্যুর – ফিস্ট
       রাকেট বা বইয়ের মেলা।
শীত মানে ফুলের সাজে
        মল্লিকা গোলাপ -গাঁদা,
শীত মানে কপির ধরন
        ওল ফুল কিম্বা বাঁধা।
শীত মানে মূলো পালং
        কড়াইশুটি বিট গাজর,
শীত মানে টমেটা ও কালি
       শীতের বাজার খুবই জোর।
শীত মানে অনেক সুখের
       যাদের আছে লেপ- কাঁথা,
শীত মানে ভীষণ দুঃখের
       যাদের গাথা দুঃখ দিয়েই গাঁথা!
শীত মানে আড্ডা জমে
        চা- কফি-গরম-পানীয়,
শীতটা সবার কাটছে কেমন
       পারলে আমায় একটু জানিও।



রচনাকালঃ ৩০/১২/২০১৪