পৃথিবীতে অনেক অনেক মানুষ দেখলাম
শুধু এমন একটা মানুষ দেখলাম না
যে মরে না।
রাতের আকাশে হাজার হাজার তারা দেখলাম
পূর্ণিমার রাতে একটাও  এমন তারা দেখলাম না
যে মিটমিট জ্বলে না।
মোদের সবুজ দেশে প্রচুর প্রচুর গাছ দেখলাম
ছোট বড় যেমনই হোক এমন গাছ দেখলাম না
যে ছায়া দেয় না।
নদীমাত্রিক দেশ আমাদের তাই প্রচুর মাছ দেখলাম
এমন কোন ছোট বড় ভাল মাছ দেখলাম না
যা জেলেরা ধরে না।
অনেক দেশের মাটিতে ঘুরে বেড়িয়েছি তবুও
নিজের দেশের মাটি ছাড়া অন্য কোন মাটিতে
কখনও মাথা ঠেকায় না।
দেশে-বিদেশে পাহাড়ে সমতলে অনেক নদী দেখলাম
কোন নদীই আমাদের দেশের গঙ্গা নদীর মত
পবিত্র হয় না।
নানা জায়গার নানা ধর্মের পূজা পার্বন দেখলাম
কিন্তু বাঙালীদের দূর্গাপূজার মত এত বড়করে পূজা
খুব একটা হয় না।
এত জায়গায় দুই ধর্মের মানুষের মেল বন্ধন দেখলাম   আমাদের দেশের হিন্দু-মুসলমানের ভাই ভাই বন্ধন
একটাও হবে না।
দেশ বিদেশের মিষ্টি মিঠাই অনেক খাবার দেখলাম
বাংলার রসগোল্লা,সন্দেশ, পিঠে-পুলি অন্য কোথাও
পেলাম না।
পৃথিবীতে নানা জাতির মানুষকে বাস করতে দেখলাম
বাঙালী হওয়ার মত গর্বে গর্বিত হতে অন্য জাতিকে
কখন দেখলাম না।


রচনাকালঃ ১৪/১২/২০১৪