বক সাদা পেঁজা তুলো আকাশের যেন
এখন তুলো গাছে ফল হয়ে ঝোলে।
কাপড়ের খোল করে রাখা হয় তাকে
এই কাপড়ই তুলোর সুতোয় তৈরী হয়ে থাকে।
বালিশ কিম্বা কোলবালিশ রোজের ব্যবহারে
কুশান, সোফা শোভা পায় প্রতি ঘরে ঘরে।
খাটের উপর পেতে খাট নরম করা যায়
শীতের সময় গায়ের উপর লেপ চাপানো হয়।
এখন আবার তুলো দিয়েই রকমারী সব পুতুল
ভাল্লুক, বিড়াল, তিমি, গনেশ কিম্বা কুকুর।
সন্ধ্যা বেলা তুলোর সলতে দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বলে
তুলোর তৈ্রী সুতো দিয়েই জাল বোনে জেলে।
তুলোর জামা, তুলোর প্যান্ট, তুলোর টুপির
চাহিদা বাড়ে শীতকালে বিশেষ করে শিশুর।
তুলো এখন ডাক্তারিতে অত্যান্ত প্রয়োজনীয় বস্তু
বিউটি টিপসে সকলের খুব কাজের তুলো- তন্তু।


রচনাকালঃ ০৪/১২/২০১৪