ফোন বাজছে, বেজেই যাচ্ছে
          ধরছে না তো কেউ,
ব্যস্থ সবাই, সবাই ব্যস্থ
          ছোট্ট খুকু সেও।


পোষা ডগি জানান দিতে
          ডাকছে সে ঘেউ ঘেউ,
অসুস্থ দাদু বিছানায় শুয়ে
         করছে কেউ কেউ।


মা বললেন, ব্যস্থ আমি
         ফোনটা সুনু আননা,
তোর বাবাতো ভোর বেলাতেই
          টয়লেটে দেয় ধরনা।


সুনু বলে চিন্তা করোনা মা
          দেখবে কোম্পানীর কল,
কাজের সময় কিড়িং কিড়িং
          বলো শুধু ধর ধর।


দরকারী কল হয় যদি মা
         করবে আবার পরে,
কাজের ফাঁকে অপেক্ষা কর
         পরের কলের তরে।


বকা ছেড়ে ফোনটাকে মাগো
         গলায় ঝুলিয়ে রাখো,
ফোন আসলেই ধরতে পারবে
         সঙ্গে হবে কাজও ।


রচনাকালঃ ১৬/১২/২০১৪