মন বড়ই অবুঝ
মানে না কোন কিছু
মরিচিকার দিকে ধায়
স্বপ্ন ভেঙে যায়।


মন বড়ই অবুঝ
আবার যায় পিছু পিছু
জানে না সে কি চায়
তাকে ধরতে না পায়।


মন বড়ই অবুঝ
কিছু হবে না তার দ্বারা
হৃদয়ের সাড়া পেয়েও
তার পিছু ছুটে চলে।


মন বড়ই অবুঝ
কাজের ফাঁকে ফাঁকে
ভাবে সারাদিন ধরে
কিছু করবে আগামী দিনে।


মন বড়ই অবুঝ
সাড়া নাহি মেলে
তবুও আলেয়ার পিছু ছোটে
মনকে বোঝাবে কেমনে।


মন বড়ই অবুঝ
বায়না ধরে কিছু কিছু
মেটে না তার আশা
আছে শুধু ভালোবাসা।


মন বড়ই অবুঝ
যখন তখন বায়না ধরে
খাঁচার ভিতর প্রাণ পাখিটি
হাপুস নয়নে কাঁদে।


মন বড়ই অবুঝ
হবে না কিছু জেনেও
স্বপ্ন কি ভোলা যায়
স্বপ্ন স্বপ্নই থেকে যায়।