ছোট্ট পাখি ছোট্ট পাখি
       কাজল কালো তার আঁখি।
তার রঙিন ছোট্ট ডানা
       উড়ে যেতে কেউ করেনি মানা।
যেখানে খুশি সেখানে যাই
        রোদ জলে কোন বাধা নাই।
ভোরে বেরোয় সাথীর সাথে
         জীবন সাথী হারায় পাছে।
ঘুরে বেড়ায় আকাশে উড়ে    
         খাবার খোঁজে তারই ফাঁকে।
সন্ধ্যে বেলায় আসে ফিরে
         ঝাউগাছের ঐ আপন নীড়ে।
সারারাত কিচ কিচ করে
         গল্প জমায় আপন ঘরে।


রচনাকালঃ ২৫/০৭/২০১৩