লিখতে যখন বসি তখন কি লিখব বলি
পদ্য না আসে মোর গদ্য আসে চলি।
লিখতে গেলে মনে হয় হাতটা বুঝি ভাঙা
পদ্য সাগরে পদ্য নাই গদ্যে যেন ঠাসা।
পথ ভাবি,গাছ ভাবি আর ভাবি মাথা
পদ্যের বদলে হিজিবিজি লিখি গাদা গাদা।
এই নিয়ে দু-এক কলম লিখি আমি যবে
শ্বাশুড়ি বলেন-বসে আছো,রান্না হবে কবে।
রান্না সেরে ঘরে এসে যেই বসবো ভাবি
শ্বশুর বলেন-মা আমায় খেতে দিয়ে যাওনি।
আবার ছুটি রান্না ঘরে খেতে দিই সবাইকে
ফিরে এসে ছন্দ হারায় রেখে ছিলাম যেখানে।
অনেক ভেবে মাথায় যখন একটু ছন্দ পাই
ভাগনে বলে-মামি আমার রিমোটটা চাই।
টিভির ঘরে বসে বসে আবার লিখি যখন
আদিবাবু অফিস থেকে বাড়ি ফেরেন তখন।
এই ভাবেই মাথা আমার উথাল পাথাল করে
তোমরা বল কেমন করে পদ্য লেখা হবে।