এখনও সূর্যটা পূর্ব দিকেই ওঠে
লাল হয়, প্রখর তেজও আছে
আবার পশ্চিম দিকেই অস্ত যায়
একটুও শক্তি কমেনি এখনও।


আকাশটাও নীল রঙের
কালবৈশাখিতে কালো হয়
পরে সাদা পেঁজা তুলো ওড়ে
মরচে পড়েনি একটুও।


বাতাস আপন মনে বয়ে চলেছে
একই ছন্দে – মৃদুমন্দে
সকলের প্রাণ বাঁচিয়ে
বন্ধ হয়ে যায়না কখনও।


গাছে গাছে ফুল ফোটে ফল ধরে
পাখির কাকলি ভেসে আসে
নদী পাহাড় সমতল বয়ে চলে
পৃথিবীর রং এখনও সবুজ।


কত মানুষ বসবাস করছি
সকলেই এগিয়ে চলছি হোঁচটও খাচ্ছি
আবার সকলে উঠে চলছি
একে অপরের পাশে আছি।


শতসহস্র লোক একসাথে পৃথিবীতে
একে অপরকে ভালোবাসে
তবুও মানুষ হারিয়েছে মান ও হুস
হয়েছি সবাই অমানুষ।


সব কিছু চলছে আপন নিয়মে
তবুও অভাব
মানুষের এত কিসের প্রভাব
পড়েছে মানবিকতার অভাব।


রচনাকালঃ ০২/১২/২০১৪