পূজার জন্য ঘট চাই
পূজা বেদীর মাঝখানে যার স্থান
সে মাটির,পিতল কিম্বা তামার।
আমের পল্লব শিরে এক বোটা
তাতে সিঁন্দুর ও চন্দনের ফোঁটা
উপরে শীষযুক্ত ডাব গোটা।
গঙ্গা জলের পূর্ণ ঘটের গায়
সিঁন্দুরের স্বস্থিকা আঁকার পর
মাটির গোলে বসানো হয়।
ঘট স্থাপন করেই পূজা শুরু
ভক্তের কাছে বিগ্রহের অস্থিত্ব
বিগ্রহের নিকট তার গুরু।
বিগেহ বিনা ঘট পূজা হয়
ভাসানের আগে যায় ঘট
পিছে যায় বিগ্রহ সব।
তবে ঘটই কি প্রকৃ্ত ঈশ্বর
না কি বিগ্রহের প্রাণ
মানুষের কাছে দুটোই সমান।


রচনাকালঃ ০৮/০৯/২০১৩