ক্লাসের দুই বন্ধু ছিল
       আদিত্ব ও সুভময়,
ক্লাস টেনে প্রিয় বন্ধু হয়
       পড়াশুনার অছিলায়।


দুই বন্ধু অংক করতো
      একই শিক্ষকের কাছে,
বাংলাটা ঘরে পড়তো
       খরচ বাড়ে পাছে।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে
       স্টার মার্ক পেল,
তাদেরকে দেখে সবাই
       মানিকজোড় বলল।


বি.এস.সি পড়ার সময়
        ঘটল অঘটন,
জটিল এক সমস্যাতে
        পড়ল দুই জন।


মানিকজোড়ের মাঝখানে
         এল পাপড়ী,
দুই বন্ধুই তার কাছে
         হল যে আনাড়ী।


দুজনের মনে আশা জাগিয়ে
         ভাঙল মনের বাসা,
অবুঝ দুজন ভাবল সেটা
        পাপড়ীর ভালোবাসা।


হটাৎ তাদের মনে প্রশ্ন জাগে
         এ কেমন প্রেমের খেলা,
ছয় বছরের সম্পর্ক ভেঙে
         ভাসিয়েছি কোন ভেলা।

কিছুদিন পর তাদের কাছে
        এল একটা পত্র,
পরিস্কার হল তার ছলনা
        শুরু থেকে শেষ ছত্র।


আস্তে আস্তে ফিরল তাদের
        আপন বোধগম্য,
যত বিপদ আসুক না জীবনে
        ভাঙবে না তাদের বন্ধুত্ব।


রচনাকালঃ ০২/১২/২০১৪