হারাতে চাই সেই ঠিকানায়
বৈবাহিক জীবনের বেড়াজাল ছিঁড়ে,
যেখানে সব কিছু হবে
আবার আগের মতন।
যে জীবনে রান্না-বান্নার বদলে
থাকবে পড়া আর লেখা।
ঘিরে থাকবেনা এই জীবনের
সুখ দুঃখের ঘেরাটোপ।
এই জীবনে নেই সুখ-শান্তি, সহানুভূতি
প্রতি মুহুর্তে সংসার, সন্তান,স্বামীর চিন্তা।
জীবনভর অভিনয় করে যেতে হয়
কখনও সুখের কখনও দুঃখের।
নেই সেই দায়িত্বহীন সরল জীবন
সারাদিন খেলা করা, খুনসুটি করা।
বড়দের বকুনি খেয়ে পড়তে বসা
স্কুলে যাওয়া,বন্ধুদের সাথে মেতে বেড়ানো।
তাই পালিয়ে বাচঁতে চাই
হারাতে চাই সেই ঠিকানায় যেখানে
আছে আমার ফেলে আসা দিনগুলি
শৈশব, কৈশোর, বাবা-মায়ের কোল।
সবার আদরের সোনা কিম্বা মনা হয়ে
নিজ পরিবারের শীতল ছায়ায়
হারাতে চাই।


রচনাকালঃ ০৪/১২/২০১৪