মরতে গিয়েও মরা হয়নি
ভেসে উঠেছিল ছোট্ট মেয়ের মুখ
যে বেশিটা সময় আকড়ে থাকে আমায়
সে বেঁচে থেকে পাবে কি ভীষণ যন্ত্রনা।
বেঁচে থেকেও বাঁচতে পারছি না
অপমান অপবাদ কুরে কুরে খায়
হৃদয় ভেঙে হয় খান খান
তবুও মেয়েই বেঁচে থাকার মন্ত্রনা।
মরা আর বাঁচার মধ্যে যতটুকু ফাঁক
সেখানেই টিকে আছি কোনো ভাবে
আমার প্রিয় মানুষটার ছাড়ছাড় মনোভাব
তবুও টিকে ছিলাম টিকে থাকবো
টিকে থাকতে হবে সবার জন্য।


রচনাকালঃ ১৫/০৮/২০১৩