অপেক্ষায় আছি যদি হাত ধর
মহানন্দে পার হব রুক্ষ প্রান্তরও
দিবসযাপনে স্মরনে মননে
মৃত্যু লগ্নেও দেব দুহাত বাড়িয়ে।
অভিমানে অভিমানে বেলা শেষে
একা ভিজি দুঃখের সাগরে।
তুচ্ছতা দিয়ে ঢেকে দিলে সব আশা
পাবার বাসনাগুলি জানি ভালোবাসা।
পাশে থেকেও হারিয়েছো তুমি
হাতের মুঠোয় পাব অচিন তুলি।
অপেক্ষায় আছি যদি ধর হাত
নিবিড় রাত্রি হবেই প্রভাত।
অচিন তুলিতে রং ভরে
তোমার পদ বুকে ধরে।
আমার অনুরাগের টানে
ফিরতেই হবে তোমাকে,
যদি হাত ধর এই বিশ্বাসে
অপেক্ষায় আছি।


রচনাকালঃ ২৩/১১/২০১৪