প্রাণী জগতের একটি প্রাণীকে আমি জানি
কঠিন মোড়কে সে তার নরম দেহকে
ঢেকে রাখে খুব সযত্নে।
তার শুড়, হাত, পা বের করে চলতে থাকে
নদী-সমুদ্রের চরে, জলে কিম্বা বনে বাদাড়ে
ধীর গতিতে।
সামান্য রহস্যের গন্ধ পেলেই নিজেকে
সংকুচিত করে নেয় আত্মস্থ খোলকে
তবুও লুপ্ত হতে চলেছে।
মানুষ ভিতরের শক্ত খোলককে ঢেকে রাখে
বাইরের নরম দেহ দ্বারা সুকৌশলে প্রাচীর গড়ে
নিমেষেই রহস্যের গন্ধে।
আজ এই মানুষের হাতেই তাদের ক্ষতি
কিছু মানুষ তাদের পূজা করে আর অন্যরা
ব্যবসা করে, খেয়েই ধ্বংস করছে।


রচনাকালঃ ০১/১২/২০১৪