যাদের সঙ্গেই দেখা হয়
তাদেরকেই জিঞ্জাসা করি
তোমরা সবাই ভালো আছো তো ?
কেউ বিবর্ন মুখে উজ্জলতা এনে বলে
ভালো। তুমি ভালো তো ?
আবার কেউ চোখের জল লুকিয়ে
হাসির ছলে বলে খুব ভালো।
সকলের মুখেই ভূগোল বিছানো
নানা রকম রং-বেরং ছাপানো।
আলাপ সেরে ঘরে ফেরা
প্রত্যেকের আচরণ মনে ভাসে
উচ্চারণে সবাই এক কথা বলে,
অন্য কথা রয়ে যায় শুধুই মনে।
সকলের আলাদা আলাদা চেহারা
তবু শুধু নিজেকেই দেখি।
যত দিন যাচ্ছে পাল্টে যাচ্ছি
সময়---পৃথিবী--- আমরা
আজ সকল মুখের মাঝেই দেখি
শুধু নিজেদের মুখ।


রচনাকালঃ ০১/১২/২০১৪